কোন দেশে কত IELTS স্কোর লাগে, কি কি লাগে লাগে এবং কত স্কোর লাগে এ সর্ম্পকিত বিষয়গুলো আজকে আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। কোন দেশে কত IELTS স্কোর লাগে, কী উপায়ে যাওয়া যায় এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা আলোচনা করা হলো।
IELTS পরীক্ষা কি?
আর্টিকেলের ভিতরে যা থাকছে
বিশ্ব জুড়ে IELTS হচ্ছে সবচেয়ে স্বীকৃতাদিন পরীক্ষা। IELTS পরীক্ষা হচ্ছে ইংরেজি ভাষা যাচাইকরণের একটি পরিক্ষা। এই IELTS এর পুর্ন্রুপ হচ্ছে International English Language Testing System। IELTS হচ্ছে ইংরেজি ভাষার উপর একটি পরীক্ষা। IELTS পরীক্ষা্র মাধ্যমে বিশ্বের ১৪০ টি দেশে পাড়ি জমানোর সুবর্ণ সুযোগ রয়েছে। তবে এর জন্য আপনাকে অবশ্যই ভালো স্কোর করতে হবে।
কোন দেশে কত IELTS স্কোর লাগে
ইংরেজি হচ্ছে একটি আন্তজার্তিক ভাষা। তাই বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মাধ্যম হচ্ছে ইংরেজি। তাই বিদেশে উচ্চশিক্ষার জন্য ইংরেজি জানা আবশ্যক। তাই বিদেশে লেখাপড়া করার জন্য IELTS করা প্রয়োজনীয়। কেননা এর মাধ্যমে আপনার ইংরেজির দক্ষতা যাচাই করার মধ্যে দিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন। তবে এর জন্য আপনার ভালো স্কর করতে হবে। তবে কোন দেশে কেমন স্কোর প্রয়োজন তা অনেকেই জানেন না। চলুন আজকে এই আর্টিকেলের মাধ্যমে কোন দেশে কত IELTS স্কোর লাগে তা জেনে নেওয়া যাক।
কীভাবে নিব IELTS এর প্রস্তুতি?
মূলত চারটি অংশ মিলিয়ে নেওয়া হয় আইইএলটিএস পরীক্ষা। স্পিকিং (Speaking), লিসেনিং (Listening), রাইটিং (Writing) ও রিডিং (Reading )। IELTS এর প্রস্তুতি নেওয়ার পুর্বে আপনাকে অবশ্যই আপনার স্পিকিং (Speaking), লিসেনিং (Listening), রাইটিং (Writing) ও রিডিং (Reading ) স্কিল ভালো করতে হবে। তা না হলে আপনি ভালো ফলাফল করতে ব্যররথহতে পারেন। মূলত IELTS পরীক্ষা দুইটি ধরনের হয়ে থাকে। তা হচ্ছে-
- IELTS Academic Module
- IELTS General Training Module
উপরের কোর্স দুইটি আলাদা। তাই আপনি কোনটি শুরু করবেন তা ঠিক করার মাধ্যমে IELTS এর প্রস্তুতি নিবেন। এতে করে আপনি IELTS করার সময় বিভিন্ন সুবিধা ভোগ করার পাশাপাশি ভালো স্কোর করতেও সক্ষম হবেন।
IELTS করতে কত দিন সময় লাগবে।
আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেটার উপর IELTS স্কোরের লক্ষমাত্রা ঠিক রেখে আপনার IELTS স্কোরের টার্গেট করতে হবে। IELTS করতে কত দিন সময় লাগবে তা সাধারণত নির্ভর করে আপনার বেসিক ইংরেজির দক্ষতার উপর। যদি আপনার বেসিক ইংরেজির দক্ষতা ভালো হয় তাহলে আপনার তিন মাসের প্রিপারেশনই যথেষ্ট IELTS কমপ্লিট করতে। আর যদি বেসিক ভাল না হয় তাহলে প্রায় ছয় মাস সময় লাগবে। তাই লক্ষ্য ঠিক করে IELTS প্র্যাক্টিস করা উচিত।
কোন দেশে কত IELTS স্কোর লাগে
বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের IELTS স্কোর লাগে। এক্ষেত্রে আপনি কোন দেশে যাবেন তার উপর ভিত্তি করে আপনার IELTS পরীক্ষার স্কোর করতে হবে। নিচে যেসব দেশে যাওয়ার জন্য যেমন IELTS স্কোর লাগে তা দেওয়া হলো-
UK এর IELTS SCORE
- University Foundation IELTS 4.5 (4.0+ in all skills)
- Bachelor’s Degree IELTS 6.5 (6.0+ in all skills)
- Pre-Master’s IELTS 5.0 (5.0+ in all skills)
- Master’s Degree IELTS 6.5 (6.0+ in all skills
অন্যান্য ইউনিভার্সিটির জন্য IELTS SCORE
- University of Oxford 7.0 postgraduate 7.5
- University of Cambridge 7.5 postgraduate 7.0
- London School of Economics and Political Science 7.0 7.0
- University of St Andrews 6.5 , 6.5
- Imperial College London 6.5 , 6.5
- Durham University 6.5, 6.5
- Loughborough University 6.5, 6.5
- UCL (University College London) 6.5 6.5
- University of Warwick 6..0 6.5
- University of Bath 7.0 6.5
- Lancaster University 6.5 6.5
- University of Edinburgh 6.5 6.5
- University of Manchester 6.0 6.0
- University of Exeter 6.5 6.5
- University of Southampton Contact institution Contact institution
- University of Glasgow 6.5 6.5
- University of Bristol 6.5 6.5
- University of York 6.5 6.5
- University of Birmingham 6.0 6.0
- University of Leeds 6.0
কিভাবে IELTS পরীক্ষার নিবন্ধন করবেন?
IELTS পরীক্ষার নিবন্ধন করার জন্য আপনাকে সরাসরি ব্রিটিশ কাউন্সিল এর ওয়েবসাইট থেকে IELTS পরীক্ষার নিবন্ধন করতে হবে। আপনি britishcouncil.org.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারেন।
IELTS এর জন্য ফি কত?

IELTS এর জন্য বর্তমানে ১৮,৭৫০ টাকা থেকে ২১,৫০০ ফি লাগে। তবে সময় অনুযায়ী তা কম-বেশি হতে পারে।
আরও জানুনঃ আমেরিকা যেতে কত টাকা লাগে 2023
শেষ কথা
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে কোন দেশে কত IELTS স্কোর লাগে, কি কি লাগে এ সর্ম্পকে জেনেছেন। এছাড়াও যদি কোন দেশে কত IELTS স্কোর লাগে, কি কি লাগে এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।